হাড্ডাহাড্ডি লড়াই শেষে পাকিস্তানকে হারিয়ে আবারও এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। যা এটি তাদের নবম শিরোপা। ফাইনাল শেষেও উত্তাপ ছাড়িয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে। ভারতের ক্রিকেটাররা পিসিবি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না। যার কারণে ফাইনালের ট্রফি না নিয়েই মাঠ ছাড়ে ভারতের ক্রিকেটাররা।
এশিয়া কাপের আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চায়নি ভারত। তবে সব সমস্যার সমাধান শেষে এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে সব ম্যাচেই জয় পেয়েছে সূর্যকুমারের দল।
তবে ফাইনাল জয়ের পর প্রাইজ গিভিং সেরেমনি শুরু হতে দেরি হয়। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি থেকে এশিয়া কাপের ট্রফি নিতে চায় না ভারত। অপরদিকে, পাকিস্তানের ক্রিকেটাররাও মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যায়। তবে কিছুক্ষণ পর আবারও মাঠ আসে পাকিস্তানের ক্রিকেটাররা।
তবে প্রাইজ গিভিং সেরেমনিতে কোনো পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেননি মহসিন নাকভি। তার কাজটি করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নাকভি স্টেজে শুধুই দাঁড়িয়ে ছিলেন।
শেষ পর্যন্ত সকল ট্রফি দেয়া হলেও, এশিয়া কাপের ট্রফি তুলে দেয়া হয়নি ভারতের হাতে। ট্রফি না নিয়েই মাঠ ছাড়ে ভারতের ক্রিকেটাররা।